অর্থনীতি

রোববার ময়মনসিংহে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচন উপলক্ষে রোববার (৫ মে) নির্বাচনী এলাকার সব ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement

বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ ব্যাংক পৃথক দুটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা রোববার (৫ মে) বন্ধ থাকবে। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র ছাড়া অন্য পদে ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

এসআই/এএইচ/পিআর