বিনোদন

শিডিউল ফাঁসিয়ে যা বললেন অপরাধী গানের আরমান আলিফ

বাংলাভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’-এ ২ মে, বৃহস্পতিবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আরমান আলিফের। কিন্তু কোনোরকম নোটিশ ছাড়াই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হননি এই শিল্পী। এমন ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাভিশন।

Advertisement

অনুষ্ঠানটির প্রযোজক আরিফ হোসেন বলেন, ‘আরমান আলিফ-এর সাথে সকাল বেলার রোদ্দুর অনুষ্ঠানের অতিথি হওয়ার বিষয়ে আমাদের চূড়ান্ত ও শেষ কথা হয় ১ মে রাত ৮টা ৩০ মিনিটে। কথা ছিল ২ মে সকাল সাড়ে ১০টায় বাংলাভিশনে উপস্থিত থাকবেন। বেলা ১১টা ৫ মিনিটে লাইভ অনুষ্ঠান প্রচারিত হবে।

কিন্তু আরমান আলিফ ১০টায় বাংলাভিশনে তো আসেনইনি বরং তার ফোনও বন্ধ করে রেখেছেন। সকাল ৯টা থেকে ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এতে আমরা লাইভ অনুষ্ঠান প্রচার করতে পারিনি। একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের অপেশাদারমূলক আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা অনভিপ্রেত একটি ঘটনা। কারণ, আমরা আমাদের দর্শকের প্রতি সবসময় কমিটেড থাকি। যদিও সেই কমিটমেন্ট আজ রাখতে পারিনি আরমানের অপেশাদারি আচরণের জন্য। প্রতিটি অনুষ্ঠান, বিশেষ করে লাইভ অনুষ্ঠানে প্রযোজক, উপস্থাপক ও শিল্পীর সমান দায়িত্ব থাকে। অতিথির কাছ থেকে এমন অপেশাদার আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।’ আজকের পর্বটি উপস্থাপনায় ছিলেন সায়েম। তিনি বলেন, ‘নতুনদের মধ্যে প্রফেশনালিজম না থাকার কারণে এমন অনেকেই অসময়ে ঝরে যাচ্ছে। অতিথির কাছ থেকে এমন অপেশাদারিত্ব একেবারেই মেনে নেওয়ার মতো নয়।’

Advertisement

বিষয়টি নিয়ে কথা হয় আরমান আলিফের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘বাংলাভিশনের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আসলে অনিচ্ছাকৃত ভাবেই এমনটা ঘটেছে। আমার ব্যক্তিগত একটি সমস্যার কারণে আমি সময় দিয়েও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। এরই মধ্যে অনুষ্ঠানের প্রযোজকের সঙ্গে আমার কথা হয়েছে। আগামী পর্বে গান গাইবো এখানে। কি সমস্যার কারণে আমি হাজির হতে পারিনি। বিষয়টি ওইদিনই খুলে বলবো দর্শক-শ্রোতাদের।’

উল্লেখ্য, অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হয় প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে।

এমএবি/এলএ/এমকেএইচ

Advertisement