লাইফস্টাইল

পাবদা মাছের ঝোল রাঁধবেন যেভাবে

গরমে অতি মশলাদার কোনো খাবার খেতে ভালোলাগে না। হালকা মশলায় রান্না করা ঝোল ঝোল খাবার পাতে থাকলেই বরং স্বস্তি। আজ তবে জেনে নিন তেমনই একটি রেসিপি-

Advertisement

আরও পড়ুন: পাঁচমিশালী ডাল রাঁধবেন যেভাবে

উপকরণ:

পাবদা মাছ- আধা কেজিপেঁয়াজ কুঁচি- ১ কাপপেঁয়াজ বাটা- ১ চা চামচরসুন বাটা- ১ চা চামচহলুদ গুঁড়া- আধা চা চামচমরিচ গুঁড়া- আধা চা চামচজিরা গুঁড়া- আধা চা চামচকাঁচামরিচ ফালি- ৬ টিলবণ- স্বাদমতোতেল- পরিমাণমতো

Advertisement

প্রণালি:

প্রথমেই পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার সামান্য লবণ ও শুকনা মরিচের গুঁড়া মাখিয়ে কিছু সময় রেখে দিন। চুলায় একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুঁচি হাল্কা বাদামি করে ভেজে নিন।

পেঁয়াজ ভাজা হয়ে এলে এতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ যোগ করুন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে এলে পরিষ্কার করে রাখা মাছগুলো কষানো মসলার উপর বিছিয়ে দিন।

আরও পড়ুন: আস্ত ইলিশের কাবাব তৈরির সহজ রেসিপি

Advertisement

সামান্য পানি যোগ করার পর ঢেকে দিন এবং অল্প তাপে রান্না করতে থকুন। পানি শুকিয়ে এলে কাঁচামরিচ ফালি ও সামান্য পানি যোগ করে ঢেকে দিন। মাছ সেদ্ধ হয়ে এলে একই সাথে পানি কমে এলে ঝোল থাকতে থাকতেই নামিয়ে নিন।

এইচএন/এমকেএইচ