দেশজুড়ে

শাবি নিয়ে কিছুই বলতে চাই না : অর্থমন্ত্রী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা ও উপাচার্য বিরোধী চলমান আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কিছুই বলতে চাই না। ওখানে একজন মন্ত্রী আছেন (শিক্ষামন্ত্রী) তিনি বিষয়টি দেখবেন। এটা আমার বিষয় নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীই কথা বলবেন।    বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিলেট নগরের রিকাবীবাজার-মীরের ময়দান সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং বৈদ্যুতিক পোল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।সড়ক প্রশস্তকরণ, কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে অনেক গাছ কাটতে হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাধ্য হয়েই গাছগুলো কেটে ফেলতে হয়েছে। তবে সড়কটি প্রশস্ত হয়ে গেলে সড়কের পাশে এবং সম্ভব হলেডিভাইডারের ভেতরে গাছ লাগানো হবে।অর্থমন্ত্রী আরো বলেন, সড়কের পাশের গাছপালা পথচারি ও সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। মানুষজন হাঁটা চলায় এই গাছ সাধারণ মানুষকে ছায়া দেয়। এছাড়াও গাছ পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে। এ জন্য গাছ লাগানো জরুরি।এরপর মন্ত্রী সিলেটে প্রথমবারের মতো নির্মিত নগরের কোর্টপয়েন্টে ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন। এ সময় শৈশব-কৈশরের স্মৃতিচারণা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমার কৈশোরে সিলেট শহরে মাত্র ২৫ হাজার মানুষের বসবাস ছিলো। এখন এই সিলেট মহানগরে প্রায় সাত লাখ মানুষ বসবাস করেন। কাজেই জনসংখ্যার এই বিকাশের সঙ্গে তাল মিলিয়ে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্যই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, এটা ব্যবহারে সকলকে আন্তরিক হতে হবে। একটু উপরে উঠা তো ভালোই লাগে। সবাইতো উপরে উঠতে চায়। তাই এটিকে পরিস্কার-পরিছন্নও রাখা জরুরি। তবে এটা দিয়ে বৃদ্ধ ও প্রতিবন্ধীরা চলাচল করতে পারবেন বলে মন্তব্য করে তিনি।অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসে কাজির বাজার সেতুর উদ্বোধন করবেন। এ উপলক্ষে একটা সভা সমাবেশেরও আয়োজন করা হবে। পৃথক এই দুটি অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুননেছা হক প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, বন্দরবাজার পয়েন্টে নির্মিত ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ৬৬ লাখ টাকা। গত ২১ মে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অর্থমন্ত্রী। এর তিন মাস ১৩ দিনের মাথায় তিনি এটির উদ্বোধন করেন। সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব প্রকল্পের আওতায় রিকাবীবাজার-মীরের ময়দান সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং বৈদ্যুতিক পোল নির্মাণ করা হচ্ছে। এ কাজে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। ছামির মাহমুদ/এআরএ/পিআর

Advertisement