সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনশেষে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস দশমিক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১৫০ কোটি টাকা বেশি। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি টাকা।ডিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৪টির দাম বেড়েছে, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে সিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৬ পয়েন্টে এবং সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৭১ লাখ টাকা।এসআই/একে/পিআর
Advertisement