জাগো জবস

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ১০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ট্রাস্টের নাম: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

পদের নাম: ব্যবস্থাপক (শিল্প/কল্যাণ/ভূমি ও আইন)পদসংখ্যা: ০৩ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০৮-১২ বছরবয়স: অনূর্ধ্ব ৩৭ বছর। বিশেষ ক্ষেত্রে ৪২ বছরবেতন: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

পদের নাম: উপ-ব্যবস্থাপক (কল্যাণ)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০৫-১০ বছরবয়স: অনূর্ধ্ব ৩৫ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৭ বছরবেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

Advertisement

পদের নাম: সহকারী প্রধান হিসাবরক্ষকপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: সিএ (ইন্টার)/আইসিএমএ (ইন্টার)/এমকম (হিসাব) অভিজ্ঞতা: ০৫ বছরবয়স: অনূর্ধ্ব ৩৫ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৭ বছর।বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

আরও পড়ুন > প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরি

পদের নাম: প্রোগ্রামার (উপ-ব্যবস্থাপক)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার কৌশল/বিজ্ঞান বা প্রকৌশলে স্নাতক/ফলিত পদার্থে (ইলেকট্রনিক্স) স্নাতকোত্তর/স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তরবয়স: অনূর্ধ্ব ৩৫ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৭ বছরবেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

পদের নাম: সহকারী প্রধান হিসাব নিরীক্ষকপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: সিএ (ইন্টার)/আইসিএমএ (ইন্টার)/এমকম (হিসাব) অভিজ্ঞতা: ০৫ বছরবয়স: অনূর্ধ্ব ৩৫ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৭ বছরবেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

Advertisement

পদের নাম: সহকারী প্রকৌশলী (তড়িৎ)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকবয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৫ বছরবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আরও পড়ুন > ঢাকা শিশু হাসপাতালে একাধিক চাকরি

পদের নাম: হিসাবরক্ষকপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতিতে স্নাতকোত্তর/স্নাতকবয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: নীরিক্ষা কর্মকর্তাপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতিতে স্নাতকোত্তর/স্নাতকবয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ০৩ বছরবয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আরও পড়ুন > স্থায়ী চাকরি দিচ্ছে শিপিং করপোরেশন

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানদক্ষতা: কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতিবেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ৫ম তলা, স্বাধীনতা ভবন, ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ২০ মে ২০১৯

সূত্র: জাগোজবস ডটকম দেখুন ()

এসইউ/জেআইএম