ইতালির রোমে সামাজিক সংগঠন তুসকোলানা সমাজকল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবস ও পহেলা বৈশাখ পুনর্মিলনী করা হয়েছে। বুধবার বিশ্ব শ্রমিক দিবস (পহেলা মে) উপলক্ষে তুসকোলানা সমাজকল্যাণ সমিতির সভাপতি জাহিদ হাসান খোকনের আয়োজনে রোমের একটি পার্কে দিনব্যাপী বৈশাখ ও মে দিবস উদযাপন করা হয়।
Advertisement
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, মোক্তার জামান, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, বাংকার সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি জাহিদ হাসান, মহান মে দিবসে সব শ্রমিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবার উপস্থিতি অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত করেছে।’
অনুষ্ঠানে তুসকোলানা সমাজকল্যাণ সমিতির, উপদেষ্টা জিয়াউল হক জিয়া, খন্দকার নাসির, সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারী, সহ-সভাপতি মিয়া মো. মোনাফ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, প্রধান সমন্বয়কারী দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কর্নেল উপস্থিত ছিলেন।
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি মহিলা সমাজকল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, সাধারণ সম্পাদক সৈয়দা রুনু, আঁখি সীমা কাউসার, নবজাগরণ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক লিপি আক্তার, রওশন আরা, তানিয়া হাসান, ঝুমানা হাসেম, বুবলি আক্তার, নীলিম নাথ, ইতি রহমান, ফারহানা নুপুর, নুসরাত কেয়া, ঝুমুর, লাকী সুলতানা বেগম প্রমুখ।
পরে বালিশ খেলায় তিনজনকে পুরস্কার দেয়া হয়।
এ ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সমিতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এমআরএম/জেআইএম
Advertisement