দেশজুড়ে

মেহেন্দিগঞ্জে ইউপি সদস্যের বাড়ি থেকে চাল জব্দ

বরিশালের মেহেন্দিগঞ্জে এক ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের জন্য বিশেষ বরাদ্দের ১০ বস্তা চাল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের হর্ণিয়া গ্রামে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে ওই চাল জব্দ করা হয়। ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুনসুর আহম্মেদের ছোট ভাই। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে মোস্তাফিজুর রহমান বাড়ি থেকে পালিয়ে যান। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে জাগো নিউজকে জানান, ডিবি পুলিশ চাল উদ্ধার করে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করেছে। জব্দ করা বস্তার মধ্যে ৩টি বস্তা খোলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সাইফ আমীন/এসএস/পিআর

Advertisement