আইন-আদালত

শ্রমিকদের আইনি সহায়তার ঘোষণা এনএলসির

মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের সব যৌক্তিক দাবিতে আইনগত সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল।

Advertisement

বুধবার (১ মে) বিকেলে এমন ঘোষণা দেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু।

তিনি বলেন, ‘শ্রমিক-মেহনতি জনতাই দেশের প্রধান চালিকাশক্তি। শ্রমিকরা অক্লান্ত শ্রম দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। শিল্প মালিকদের গাফিলতির কারণে শ্রমিকদের কোনো ক্ষতি হলে আইনি সহায়তা দেবে আমাদের সংগঠন। দেশের সব শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রমিকদের মানবাধিকার রক্ষা, শ্রমিকদের সব ন্যায্য অধিকার দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।’

মে দিবসে শ্রমিক-মেহনতি জনতাকে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে বিনম্র সালাম ও অভিনন্দন জানানো হয়।

Advertisement

এফএইচ/এমবিআর/এমকেএইচ