ক্যাম্পাস

বিশ্ব ভেটেরিনারি সংস্থার বৃত্তি লাভ শেকৃবির প্রমির

বিশ্ব ভেটেরিনারি সংস্থার (MSD Animal Health/ World Veterinary Association, Veterinary Student Scholarship Program-2018) বৃত্তির জন্য মনোনীত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান প্রমি। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র এ বৃত্তির জন্য মনোনয়ন লাভ করেন।

Advertisement

প্রমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী। ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ প্রতিযোগিতামূলক এবং সম্মানসূচক বৃত্তি এমএসডি এনিম্যাল হেলথ বৃত্তি। ২০১৮ সালের জন্য সারা বিশ্বের ৩০টি দেশের ৪১ জন শিক্ষার্থীকে এ বৃত্তির জন্য মনোনীত করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ৫০০০ ডলার করে বৃত্তি প্রদান করা হবে।

গত ২৮ এপ্রিল কোস্টারিকার সান জোসে অনুষ্ঠিতব্য ৩৫ তম ওয়ার্ল্ড ভেটেরিনারি কনগ্রেসে এ তালিকা ঘোষণা করা হয়।

ইসরাত জাহান প্রমির কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খুবই খুশি এ প্রাপ্তিতে। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতার পাশাপাশি আমি সকলের প্রতি কৃতজ্ঞ জানাই যারা আমাকে সাহায্য করেছেন এ বৃত্তি প্রাপ্তিতে। তবে আমি বিশেষভাবে কৃত্ত্বজ্ঞ আমাদের অনুষদের সকল শিক্ষার্থীর অনুপ্রেরণা মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বি এম সাইফুল ইসলাম স্যারের প্রতি যার থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। আমি বারবার স্যারের কাছে গিয়েছি। স্যার আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমাদের অনুষদের ডিন স্যার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম স্যারও আমাকে অনেক সাহায্য করেছন। আমি স্যারদের প্রতি কৃতজ্ঞ থাকব আজীবন।’

Advertisement

এ পর্যন্ত ১১টি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য বিজ্ঞানী শেকৃবির মেডিসিন এবং পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম বলেন, ‘প্রমির এ প্রাপ্তিতে আমরা গর্বিত। ২য় বর্ষে থাকতেই সে এরকম উচ্চমানের একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল যা শিক্ষক হিসেবে আমার জন্য গর্বের বিষয়। আমি প্রমির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ছাত্রছাত্রীদের যে কোনো ব্যাপারে সহযোগিতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রামে আবেদনের জন্য আমি শিক্ষার্থীদের উৎসাহিত করব।’

শেকৃবির এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছি। ইসরাত জাহান প্রমিকে অনুষদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

মো. রাকিব খান/এমবিআর/পিআর

Advertisement