খেলাধুলা

সাকিবের ব্যাটে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম ইনিংসে পুড়েছিলেন মাত্র ৭ রানের জন্য ফিফটি মিসের যন্ত্রণায়। দ্বিতীয় ইনিংসে সেটি মেটালেন অসাধারণ এক ইনিংসে, যা ৫ উইকেটের সহজ জয় এনে দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দলকে।

Advertisement

ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে পাকিস্তান অনুর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল। দুই ইনিংসেই ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে জয়ের নায়ক ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সাকিব শাহরিয়ার।

দ্বিতীয় দিন শেষেই মূলত ম্যাচ জয়ের সব কাজ সেরে রেখেছিল বাংলাদেশের যুবারা। আজ (বুধবার) শেষদিন স্রেফ আনুষ্ঠানিকতাটুকু সাড়েন দলের অধিনায়ক রিহাদ খান (৩৩ বলে ১৮) এবং সহ-অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি (১০ বলে ১)।

এর আগে পাকিস্তানি যুবারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১০ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২০ রানের। যার অর্ধেকের বেশিই আসে সাকিবের ব্যাট থেকে। ১১ চারের মারে ১০৪ বল খেলে ৬৫ রান করেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও খেলেছিলেন ৪৩ রানের ইনিংস।

Advertisement

এছাড়া সাজ্জাদ হোসেন মিরাজ ৫, মফিজুল ইসলাম রবিন, সোহাগ আলি ৪ এবং আইচ মোল্লা ১১ রান করে দলের জয়ে অবদান রাখেন। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন সাকিব শাহরিয়ার।

বল হাতে দুই ইনিংসে বাংলাদেশের পক্ষে বাজিমাত করেছেন আশিকুর রহমান ও মাহফুজুর রহমান রাব্বি। দুজনই প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন সমান ৪টি করে উইকেট। এছাড়া প্রথম ইনিংসে মুশফিক হাসান শিকার করেছিলেন ৪টি উইকেট।

এসএএস/এমকেএইচ

Advertisement