জাতীয়

ল্যাব টেস্ট ছাড়া ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে দণ্ড

ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া স্পর্শকাতর রোগের বিদেশি ওষুধ বিক্রির দায়ে কলাবাগান এলাকার লাজ ফার্মাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।এর আগে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে লাজ ফার্মায় অপারেশন চালায় র‌্যাব।নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জাগো নিউজকে জানান, লাজ ফার্মা গ্যাস্ট্রিক, হার্টের মতো স্পর্শকাতর রোগের ওষুধ বিদেশ থেকে এনে অবৈধভাবে বিক্রি করতো। এগুলোর ল্যাব টেস্ট কিংবা ওষুধ প্রশাসনের অনুমোদন নেই। এসব ওষুধ খেলে মারাত্মক স্বাস্থ্যহানি ঘটতে পারে বলে তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে।‘লাজ ফার্মা বিদেশ থেকে আসা লাগেজ পার্টির মাধ্যমে এসব ওষুধ এনে বাংলাদেশে বিক্রি করতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে’-যোগ করেন তিনি। একই অভিযোগে কলাবাগানের তাজরিন ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হওয়া র‌্যাবের এই অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত। অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে ভবিষ্যতেও এই অভিযান চলবে বলেও জানান ফিরোজ আহমেদ।এআর/একে/পিআর

Advertisement