দেশজুড়ে

নেত্রকোনায় এমপির বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজে প্রভাষক নিয়োগে অনিয়ম-দুর্নীতিসহ অর্থ বাণিজ্যের অভিযোগ এনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও অধ্যক্ষ উত্তম কুমার করের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আল মামুন বাদি হয়ে ২৭ আগস্ট এ মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি কলেজের সৃষ্ট ও শূন্য পদে ২৪ জন প্রভাষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৬ জুলাই ঢাকার পার্লামেন্ট ক্লাবে নিয়োগ পরীক্ষা নেন কলেজ কর্তৃপক্ষ। নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় কোনো কোনো বিষয়ের লিখিত পরীক্ষা না নিয়েই শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে কলেজের সভাপতি ও অধ্যক্ষ তাদের পছন্দের প্রার্থীদের গত ১৭ আগস্ট নিয়োগপত্র প্রদান করেন। কলেজ পরিচালনা কমিটির তিন সদস্য অ্যাডভোকেট আল মামুন কোকিল, রফিকুল ইসলাম ও জসিম উদ্দিন ভূঁইয়াকে না জানিয়েই নিয়ম বহির্ভূতভাবে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিষয়টি জানতে পেরে তিন সদস্য অধ্যক্ষের কাছে নিয়োগ বাতিলের মৌখিক আবেদন জানালেও অধ্যক্ষ তা আমলে নেননি বলে মামলায় উল্লে­খ করা হয়। নিয়োগ সংক্রান্ত বেআইনি সিদ্ধান্ত বাতিল, অকার্যকরী ঘোষণা, নিয়োগ প্রদান-যোগদান ও এমপিওভুক্তির কার্যক্রমের উপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি জানিয়ে গত ২৭ আগস্ট আদালতে এ মামলা দায়ের করেন। এদিকে অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ আদালত কলেজের সভাপতি ও অধ্যক্ষকে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মামলার বাদির সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জাগো নিউজকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিয়োগের জন্য আবেদন করলেও যথাযথ নিয়মে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কলেজের শিক্ষার মান ব্যাহত হবে বলেই তিনি আদালতের স্মরণাপন্ন হয়েছেন। এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু মুঠোফোনে জাগো নিউজকে জানান, বিষয়টি সম্পর্কে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন।তবে অধ্যক্ষ উত্তম কুমার কর জাগো নিউজকে জানান, বিধি মোতাবেক নিয়োগ সম্পন্ন হয়েছে। আদালতের শোকোজের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই দেয়া হবে। কামাল হোসাইন/এসএস/আরআইপি

Advertisement