প্রবাস

বর্ণিল আয়োজনে বর্ষবরণ

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন বর্ণিল আয়োজনে বরণ করেছে বাংলা নতুন বছর ১৪২৬। নিউ ইয়র্কের ব্রঙ্কসে গত ২৮ এপ্রিল রোববার বৈশাখী শোভাযাত্রাসহ নানা আয়োজনে উদযাপিত হয় বাংলা নববর্ষ।

Advertisement

ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। নানা আয়োজনের মধ্যে ছিল- শোভাযাত্রা, বৈশাখী ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সব বয়সী মানুষের অংশগ্রহণে গোল্ডেন প্যালেস যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।

শুরুতে গোল্ডেন প্যালেসের সামনে থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মোহাম্মদ এন মজুমদার।

আয়োজক সংঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, বৈশাখী মেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ ও বৈশাখী মেলা প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সংগঠনের কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল ও প্রধান সমন্বয়কারী সংগঠনের ক্রীড়া ও চিত্ত বিনোদন বিষয়ক সম্পাদক শাহ কামাল উদ্দীন।

Advertisement

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ্ মাহবুব, তানিয়া, রোজি, শিপু চাকলাদার প্রমুখ।

এনএফ/জেআইএম