রক্ত দানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ এর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বজনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ইমাম উদ্দিন ইমু। এসময় উপস্থিত ছিলেন স্বজনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল, অর্থ সম্পাদক নাজমুন নাহার, ছাত্র কল্যাণ সম্পাদক শারমিন আক্তার, স্বজনের খালেদা জিয়া হল শাখা সভাপতি হাসনা হেনা ও সাধারণ সম্পাদক আফসারা তাসনিম ঐশী প্রমুখ। স্বজনের সভাপতি ইমাম উদ্দিন ইমু বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নিশ্চিত করতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এ ব্লাড গ্রুপিং শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছি। এরপর ২১ আগস্ট তাপসী রাবেয়া হল, ২৬ আগস্ট মন্নুজান হলের শিক্ষার্থীদের এবং বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করছি। তিনি আরো বলেন, সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের সব হলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নিশ্চিত করবো। উল্লেখ্য, ‘এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২০০২ সালের ১২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় স্বজন। বর্তমানে সারা দেশে তাদের ১০ হাজারের অধিক কর্মী রয়েছে। প্রতি মাসে স্বজন গড়ে দুইশো ইউনিট রক্ত দান করে থাকে। রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি
Advertisement