গ্রুপপর্ব প্রায় শেষের পথে। কঠিন সমীকরণের মুখে আইপিএল। দুই দলের প্লে-অফ নিশ্চিত হয়েছে। বাকি দুইটি স্থানের জন্য লড়তে হচ্ছে বাকি ছয় দলকেই।
Advertisement
এমন এক সমীকরণ মাথায় নিয়েই মুখোমুখি লড়াইয়ে রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান। কারোরই প্লে-অফ নিশ্চিত হয়নি, আবার বাদও পড়েনি কেউ।
হ্যাঁ, পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকলেও কাগজে কলমে এখনও সম্ভাবনা টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। ১২ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে আট নাম্বারে বিরাট কোহলির দল।
রাজস্থান রয়্যালসও খুব যে এগিয়ে আছে এমন নয়, তাদের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা তালিকার সাত নাম্বারে।
Advertisement
রাজস্থান একাদশ : আজিঙ্কা রাহানে, লিয়াম লিভিংস্টোন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মহীপাল লমরোর, রিয়ান পরাগ, স্টুয়ার্ট বিনি, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাত, বরুণ অ্যারন, ওসানে থমাস।
ব্যাঙ্গালুরু একাদশ : পার্থিব প্যাটেল, বিরাট কোহলি (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, গুরকিরাত সিং, এবি ডি ভিলিয়ার্স, মার্কাস স্টয়নিস, পবন নেগি, উমেশ যাদব, নভদ্বীপ সাইনি, কুলওয়ান্ত খেজরোলিয়া, ইয়ুজবেন্দ্র চাহাল।
এমএমআর/এমএস
Advertisement