দেশজুড়ে

ককটেল নিয়ে বিপাকে আ.লীগ নেতা

নরসিংদীর পলাশে পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বিপাকে পড়েছেন এক আলীগ নেতা। থানায় সাধারণ ডায়েরি করার কথা বললে আওয়ামী লীগ নেতাকে উল্টো মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়েছেন পলাশ থানা পুলিশের ওসি মকবুল হোসেন।

Advertisement

এমন অভিযোগ করেছেন ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ কলেজের সাবেক জিএস আজাহার খন্দকার। তবে অভিযোগ অস্বীকার করেছেন থানা পুলিশের ওসি।

জানা যায়, শুক্রবার আওয়ামী লীগ নেতা আজাহার খন্দকারের বাড়ির পেছনে টয়লেটের চাক মেরামত করছিলেন তার ভাতিজা। ওই সময় মাটির নিচে একটি বক্স দেখতে পায়। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে আজাহার খন্দকরাকে খবর দেয়। পরে তিনি ডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ এসে মাটি খুড়ে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করে। আজাহার খন্দকার বলেন, ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। তাছাড়া রাজনৈতিক কারণে প্রতিপক্ষও রয়েছে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করার কথা জানাই ওসি সাহেবকে। এতে তিনি চটে যান। একপর্যায়ে তিনি আমার বিরুদ্ধে মামলা দেবেন বলে হুমকি প্রদান করেন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিষয়টি জানাই।

এ ঘটনায় পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মকবুল হোসেন বলেন, পরিত্যক্ত অবস্থায় নিষ্ক্রিয় কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমার থানায় জিডি করে রেখেছি। এখন আজাহার সাহেব যদি কাউকে সন্দেহ করে তাহলে মামলা দিতে বলেছি। তিনি মামলা দিবেন না। পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। এখন ওনার বাড়ির পেছন থেকে পাওয়া গেছে। মামলা নিলেতো ওনার বিরুদ্ধেই নিতে হয়।

Advertisement

সঞ্জিত সাহা/এমএএস/এমএস