আইন-আদালত

‘সংসদে তর্ক-বিতর্ক হোক’

জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদুক) আইনজীবী খুরশিদ আলম খান।

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতদের শপথ গ্রহণের বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দুদক আইনজীবী বলেন, ‘জাতীয় সংসদে তর্ক-বিতর্ক হোক, আলোচনা হোক। এতে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এটা আমার ব্যক্তিগত মতামত।’

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের সাজা ও অর্থদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে, তাকে ওই মামলায় বিচারিক আদালতে দেয়া জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে। অর্থদণ্ড স্থগিত করে সম্পত্তি জব্দের আদেশে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন আদালত। এ ছাড়া জামিন চেয়ে খালেদার করা আবেদনটি নথিভুক্ত করেছেন আদালত।

Advertisement

সঙ্গে সঙ্গে, বিচারিক আদালতে থাকা ওই মামলার নথিপত্র দুই মাসের মধ্যে উচ্চ আদালতে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এজে মুহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থিত ছিলেন।

বিএনপির নির্বাচিতরা শপথ নিয়েছে বিষয়টি দুদকের আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদক কী মনে করছেন না করছেন সেটা দুদক জানে। আমি ব্যক্তিগতভাবে এটিকে সমর্থন করছি, তর্ক বিতর্ক হোক, আলোচনা হোক। এতে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এটা আমার ব্যক্তিগত মতামত।’

Advertisement

প্রসঙ্গত: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার এমপি শপথ গ্রহণ করেছেন। বিএনপির বিজয়ী প্রার্থী হিসেবে এখন শপথ নিতে বাকি রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মাত্র আটটি আসন পায় বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচিত আট জনের মধ্যে ছয়জন বিএনপির বাকি দু’জন গণফোরামের।

এফএইচ/এএইচ/এমকেএইচ