মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সকল শ্রেণি পেশার মানুষের মাঝে বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাধুরহাট এলাকার বাঙ্গালহাওলা গ্রামের সবুর আশরাফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মরহুম মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সবুর আশরাফীর স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, তিনি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীন বাংলার জন্মদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর শহীদ ময়েজ উদ্দিন আহমেদের অত্যন্ত কাছের মানুষ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাদল বেঞ্জামিন রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল কবীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রতিষ্ঠা পরিবারের সদস্য সোনিয়া আশরাফী মিথুন। এ সময় অন্যদের মধ্যে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকতা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুর রহমান আরমান/এসএস/পিআর
Advertisement