দেশজুড়ে

রাহাত হত্যা : ডিএনএ রিপোর্ট পেলেই চার্জশিট

শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করলেও ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। উদ্ধার করা কঙ্কালগুলো রাহাতের কিনা সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতেই প্রয়োজনীয় অংশগুলো ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী শেরপুর সদর থানা পুলিশ সূত্রে এমন তথ্য জানা গেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিশু রাহাত হত্যাকাণ্ডের অপরাধীরা কোনোভাবেই যাতে পার হতে না পারে সেজন্যই আগে ভাগে ডিএনএ টেস্ট করা হচ্ছে। ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেলেই আদালতে চার্জশিট দেয়া হবে।এ ব্যাপারে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জাগো নিউজকে বলেন, পরিচয় শনাক্ত করার জন্য আমরা শিশু রাহাতের উদ্ধারকৃত কঙ্কালের প্রয়োজনীয় কিছু হাড় গোড় ডিএনএ ল্যাবরেটরিতে পাঠিয়েছি। আশা করছি ৬/৭ দিনের মধ্যেই ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পাওয়া যাবে। ডিএনএ রিপোর্ট পেলেই আদালতে মামলার চার্জশিট দেয়া হবে।উল্লেখ্য, শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৭) অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। অপহরণের ৬দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে অপহৃত শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রাহাতের খালু আব্দুল লতিফ, তার বন্ধু আসলাম মিয়া, রবিন মিয়া এবং ইমরান হাসান নামে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। হাকিম বাবুল/এসএস/আরআইপি

Advertisement