জাগো জবস

উদ্যোক্তা উৎসবে মিলবে চাকরি

আগামী ৩-৪ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিডিসি চট্টগ্রাম উদ্যোক্তা উৎসব ২০১৯। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোক্তা কার্যক্রম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ ও ‘আমরা চট্টগ্রাম’ এ উৎসবের আয়োজন করেছে।

Advertisement

চট্টগ্রামের তরুণ ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রবীণ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তার পথ চলার চ্যালেঞ্জ উত্তরণ, তাদের সেবা ও পণ্যের শোকেসিং, কাস্টমারদের সঙ্গে মেলবন্ধন এবং দেশে উদ্যোক্তা বান্ধব একটি পরিবেশ গড়ে তোলার উদ্দেশে তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়। এতে থাকছে ৮টি সেমিনার ও কর্মশালা। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান মেলা থেকে যোগ্যপ্রার্থীও খুঁজে নেবে।

কর্মশালা ও সেশনে ২০ জন উদ্যোক্তা, বিশেষজ্ঞ, পেশাজীবী ও শিক্ষাবিদ বক্তা ও প্যানেলিস্ট যোগ দেবেন। তারা হলেন- বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ফেসবুকে প্রথম বিনিয়োগকারী এম আসিফ রহমান, প্যাসিফিক জিনসের পরিচালক সৈয়দ তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাররফ হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।

আরও পড়ুন > সপ্তাহের সেরা চাকরি : ২৬ এপ্রিল ২০১৯

Advertisement

আয়োজনের টাইটেল স্পন্সর আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সহযোগী পৃষ্ঠপোষক সহজ রাইড। পৃষ্ঠপোষক বারকোড রেস্তোরাঁ গ্রুপ ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

আয়োজনের মিডিয়া পার্টনার ডেইলি স্টার, জাগোনিউজ২৪.কম, দৈনিক পূর্বকোণ ও সি নিউজ। আইটি পার্টনার ডিজি সফট টেকনোলজিস, ডিজিটাল মিডিয়া ডুডল। ইন্টারনেট পার্টনার ক্লাউড ওয়ান। ফটোগ্রাফি পার্টনার আর্টিস্টিক হেভেন। পেমেন্ট পার্টনার ওয়ালেট মিক্স। অন্য পার্টনার হিসেবে ক্যান্ডিক্রাশ, বিডি ভেঞ্চার, ইও বাংলাদেশ।

এবারের উদ্যোক্তা উৎসবে বেশকিছু প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজন সবার জন্য উন্মুক্ত। আগ্রহীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনকারীদের দু’দিনের জন্য বিশেষ ছাড় দেবে সহজ রাইড। আয়োজনের বিস্তারিত জানা যাবে uddoktautsob.com ঠিকানায়।

এসইউ/জেআইএম

Advertisement