মোজাম্বিকের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় কেনেথের আঘাতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হিমসিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
Advertisement
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার দেশটিতে আঘাত হানে ঘূর্ণিঝড় কেনেথ। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। ঘূর্ণঝড়ে বেশ কিছু গ্রামের কয়েক হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার শক্তি কমে গেলেও ঝড়ের প্রভাবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সেখানে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের কারণে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিভিন্ন স্থানে সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
কাবো দেলগাদো রাজ্যের রাজধানী পেম্বায় ইতোমধ্যেই ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত মাসেই দেশটিতে আঘাত হানে ঘূর্ণিঝড় ইদাই। মোজাম্বিক, মালাওয়ি এবং জিম্বাবুয়েতে ঝড়ের আঘাতে নয় শতাধিক মানুষ প্রাণ হারায়। ইদাইয়ের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
Advertisement
টিটিএন/পিআর