দেশজুড়ে

কুতুবদিয়ায় গোলাগুলিতে দুই জলদস্যু নিহত

কক্সবাজারের কুতুবদিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে দুই জলদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহআলী সিকদারপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের শাহ আলম সিকদারপাড়ার ছৈয়দুল আলমের ছেলে এরফান হোসেন ওরফে এরফান মাঝি (৩২) ও লেমশিখালী ইউনিয়নের সামিরাপাড়ার এনামুল হকের ছেলে নুর হোসেন (২৬)।

এরফানের বিরুদ্ধে ডাকাতি, জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা ও নুর হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, মঙ্গলবার ভোররাতে ফতেহআলী সিকদারপাড়া বিল এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটানাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পক্ষ পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও রাইফেলের চারটি খালি কার্তুজ এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

Advertisement

ওসি আরও জানান, সকালে স্থানীয়রা হাসপাতালে এসে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করেন। এরফান থানার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা হবে বলে তিনি জানান।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম