কুকুর বুদ্ধিমান প্রাণি। নানা কাজে বুদ্ধি খাটিয়ে মানবজাতিকে প্রায়ই অবাক করে দেয় এই প্রাণিটি। তবে শুধুই কি কুকুর বুদ্ধিমান, আরও কোনো প্রাণি নেই? আরেক পোষা প্রাণি বেড়ালকে সাধারণত আমরা আরামপ্রিয় বলেই জানি। বেচারা দিনে ১৮ ঘণ্টায়ই ঘুমে কাটিয়ে দেয়।
Advertisement
তবে সম্প্রতি অলস এই প্রাণিটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২৬ এপ্রিল শেকিলাহ জোনস নামের এক ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেন দুটি ভিডিও ক্লিপ। ভিডিও দুটিতে দেখা যায়, একটি কালো বেড়াল একটি বাসার দরজার বাইরে একটি স্টিলের পাইপের ওপর দাঁড়িয়ে আছে। সিঁড়ির রেলিংয়ে পেছনের দুই পা রেখে সামনের পায়ের ওপর ভর করে দরজার হাতলের ওপর হাত রেখেছে সে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাইকে অবাক করে দিয়ে এক পা বাড়িয়ে দরজার কড়া নাড়তে শুরু করে বেড়ালট।
তবে শেষ পর্যন্ত বেড়ালের ডাকে কেউ সাড়া দিয়ে দরজা খুলেছিলেন কিনা, তা অবশ্য ভিডিওতে দেখা যায়নি।
মুহূর্তের মধ্যে বুদ্ধিমান এই বেড়ালের ভিডিও দুটি ভাইরাল হয়ে যায় অনলাইনে।
Advertisement
শেকিলাহ অবশ্য কখন কোথায় এই ঘটনা ঘটেছে, তা জানাননি। মাত্র তিন দিনে একটি ভিডিও দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বার। ৪৬ হাজার শেয়ারের পাশাপাশি পোস্টে মন্তব্য করেছেন ১২ হাজার ব্যক্তি।
সূত্র: ডয়চে ভেলে
এসআর/জেআইএম
Advertisement