দেশজুড়ে

রমজানকে ঘিরে হিমাগারে শত কোটি টাকার পচা খেজুর মজুত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় একশ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

একই সঙ্গে ভেজাল খাদ্যদ্রব্য মজুত ও বাজাতজাতকরণের চেষ্টার অপরাধে একটি হিমাগারকে নগদ পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরে হিমাগার দুটিকে সিলগালা করে দেয়।

পবিত্র রমজান মাসকে সামনে ঘিরে এ নষ্ট খেজুরগুলো সারাদেশে বাজারজাত করার প্রক্রিয়া চলছিল বলে র‌্যাব জানিয়েছে।

সোমবার দুপুর হতে বিকেল পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নের্তৃত্বে র‌্যাব-১১’র একটি দল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত শাহীন অ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও আদর্শ কোল্ড স্টোরেজে এ অভিযান চালায়।

Advertisement

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ দুুটি হিমাগারে খেজুরগুলো মজুদ করে রাখা হয়েছিল, যা কমপক্ষে তিন থেকে চার বছর আগের আমদানিকৃত। খেজুরগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ায় হিমাগারে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে।

রাজধানীর বাদামতলী, যশোর ও খুলনাসহ সারা দেশে এ খেজুরগুলো বাজারজাত করার প্রস্তুতি নেয়া হচ্ছিল। এ হিমাগারগুলোর বিরুদ্ধে মামলার প্রস্তুততি চলছে বলেও জানান তিনি।

এদিকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে নষ্ট খেজুরগুলো যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য র‌্যাব আগে থেকেই হিমাগার দুটির ওপর গোয়েন্দা নজরদারি করে আসছিল। নারায়ণগঞ্জসহ র‌্যাব-১১ আওতাধীন আরও সাতটি জেলায় অসাধু ব্যবসায়ীরা ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য র‌্যাবের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে নষ্ট খেজুর মজুদ রাখার ব্যাপারে হিমাগারের মালিকপক্ষকেই দায়ী করছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে র‌্যাবের তৎপরতাকে স্বাগত জানিয়ে মানুষের জন্য ক্ষতিকর এসব খাদ্যদ্রব্য বিক্রি করতে জড়িত অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

Advertisement

শাহাদাত হোসেন/এমএএস/জেআইএম