বিনোদন

বাংলা ছবির উন্নয়নে কলকাতায় সভা

বাংলা ছবির সোনালী দিন ফিরিয়ে আনতে চান ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতারা৷ সেইসাথে বন্ধ হলগুলো পুনরায় চালু ও বাংলা ছবিকে দর্শকদের মধ্যে জনপ্রিয় করে তুলার কথাও ভাবছেন তারা। এজন্য করণীয় বিষয়ের রূপরেখা তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেয়া হবে৷ মুখ্যমন্ত্রীকে এই রিপোর্ট দেবেন অভিনেতা প্রসেনজিত্চট্টোপাধ্যায়৷ এই বিষয়ে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয়েছে টালিগঞ্জের কলাকুশলীদের৷ সেই মিটিংয়ে প্রসেনজিত্ বলেছেন, ‘মাল্টিপ্লেক্স আছে৷ কিন্তু সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে৷ পাঁচ বছরের মধ্যে বাংলা ছবি ও টিভি সিরিয়ালকে কীভাবে আরও ভাল জায়গায় নিয়ে যাওয়া যায় তা নিয়ে মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে৷’প্রখ্যাত নির্মাত গৌতম ঘোষ বলেন, ‘এক সময় রাজ্যে প্রায় এক হাজারেও বেশি হল ছিল৷ এখন সংখ্যাটা কমে হয়েছে প্রায় তিনশো! অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে প্রায় আড়াই হাজার সিনেমা হল রয়েছে৷ তাই ওই রাজ্যে অনেক বেশি ছবি দেখানো যায়৷ এই অবস্থায় বাংলা চলচ্চিত্র শিল্পের সবার যাতে ভাল হয় তার জন্যই উদ্যোগ নেওয়া হয়েছে৷’গৌতম ঘোষ পাশে বসা মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখিয়ে বলেন উনিও এখন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত৷  এসময় মুখ্যমন্ত্রী বাংলা ছবির উন্নয়নের জন্য সবরকম সাহায্যের প্রতিশ্রূতি দিয়েছেন৷ তিনি বলেন, ‘কিভাবে আরও বেশি করে বাংলা ছবির প্রদর্শনী করা যায় তা নিয়েই বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে৷ পুরনো হলগুলির মেরামত করে আসন সংখ্যা বাড়ানো এবং বন্ধ হলগুলি খোলার জন্য উদ্যোগ নেওয়া হবে৷ সরকারি সাহায্য যাতে পাওয়া যায় তার উপর গুরুত্ব দেয়া হবে।’আলোচনা সভায় গৌতম ঘোষ, প্রসেনজিত্ ছাড়াও নির্দেশক সৃজিত্ মুখোপাধ্যায়, দেব, যীশু সেনগুপ্ত উপস্থিত ছিলেন৷ এলএ/আরআইপি

Advertisement