জাতীয়

শেরেবাংলা নগরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

Advertisement

সোমবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে শেরেবাংলা নগরের জনতা টাওয়ার সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সাজিদ আনোয়ার জানান, ফুটপাত দখল করে রাখা শতাধিক অবৈধ অস্থায়ী, সেমিপাকা, শেড, র‌্যাম্প, সিঁড়িসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন।

Advertisement

এএস/এমএসএইচ/এমএস