দেশজুড়ে

যৌতুকের দাবিতে নববধূ হত্যা, স্বামী আটক

নীলফামারীতে যৌতুকের জন্য নববধূ গোলাপী বেগমকে (২০) হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক আহসান হাবিব তুফানকে (২৪) রাতেই আটক করেছে পুলিশ। সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলিপাড়া নামকস্থানের তিস্তা ক্যানেল সড়কে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে, বৃহস্পতিবার সকালে ওই নববধূর বাবা চান মিয়া বাদি হয়ে সৈয়দপুর থানায় আহসান হাবিবকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জাগো নিউজকে জানান, আহসান হাবিব তুফান নীলফামারী সদরের চাপড়া সরনজামী ইউনিয়নের চাপড়া নয়াপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরির সময় গোলাপী ও তুফানের প্রেমের সর্ম্পক হয়। গত ৫ মাস আগে তাদের বিয়ে হয়।এদিকে, শ্বশুরের কাছে যৌতুকের এক লাখ টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন তুফান তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থেকে নীলফামারীর নিজ বাড়িতে ফিরছিল। এ সময় পথে রাত ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুরের তেলিপাড়া নামকস্থানের তিস্তা ক্যানেল সড়কে সে স্ত্রীর বুকে চাকু বসিয়ে হত্যা করে। ঘটনাটি তিনি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালালেও অবশেষে হত্যার কথা স্বীকার করেছেন।জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি

Advertisement