বাংলাদেশের বাজারে শাওমি নিয়ে এলো ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সম্পন্ন স্মার্টফোন রেডমি ওয়াই৩।
Advertisement
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ দ্বারা চালিত এবং ৪০০০ এমএএইচ ব্যাটারিসম্পন্ন এই স্মার্টফোনের পিছনে রয়েছে প্রিজম-লাইক ইফেক্টের মাইক্রো লাইনস। রয়েছে রেইনফোর্সড কর্নারস ও পিটুআই ন্যানো-কোটিং। ফোনের সামনের দিকে কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। যা স্প্ল্যাশ থেকে ফোনটিকে রক্ষা করে।
এতে রয়েছে ৬.২৬ ইঞ্চি (১৫.৯ সেমি) এইচডি ও ডট নচ ডিসপ্লে। ৩ জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজের রেডমি ওয়াই৩ এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের রেডমি ওয়াই৩ এর দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।
এলিগেন্ট ব্লু ও প্রাইম ব্ল্যাক রং-এ স্মার্টফোন দুটি আজ (২৯ এপ্রিল, ২০১৯) থেকে অনুমোদিত মি স্টোর, এফিনিটি পার্টনার এবং রিটেইল চ্যানেলগুলোতে পাওয়া যাবে।
Advertisement
আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে দারাজ ডট কমে ফ্ল্যাশ সেল শুরু হবে। এতে ৩ জিবি র্যাম ও ৩২জিবি রেডমি ওয়াই৩ পাওয়া যাবে ১৩,৫৯৯ টাকায় এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি পাওয়া যাবে ১৬,৫৯৯ টাকায়। এছাড়া REDMIY3 ভাউচার কোড ব্যবহার করে ৯০০ টাকা ছাড় এবং বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করে আরও ৫০০ টাকা ছাড় পাবেন।
এএ