চট্টগ্রাম থেকে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার পথে তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে একটি ওয়াগন সেতু ভেঙে খালে পড়েছে।
Advertisement
সোমবার বেলা ৩টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দেওয়াননগর এলাকায় নাজিরহাটমুখী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, চট্টগ্রামের সিজিপি ওয়াই ইয়ার্ড থেকে ফার্নেস অয়েল নিয়ে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছিল ওয়াগন তিনটি। বেলা ৩টার দিকে দুর্ঘটনায় পতিত হয় ওয়াগন তিনটি।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, তিনটি ওয়াগনের প্রতিটিতে ৪২ টন করে ফার্নেস অয়েল ছিল। হাটহাজারীর দেওয়াননগর এলাকায় খালের ওপর সেতুতে উঠতে গিয়ে ওয়াগনগুলো লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এর মধ্যে একটি ওয়াগন সেতুর গার্ডার ভেঙে খালে পড়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে।
Advertisement
আবু আজাদ/জেএইচ/এমএস