আইন-আদালত

২০ বছরেও শেষ হয়নি বিচার, বিচারককে তলব

১৯৯৮ সালে ঢাকার ডেমরা থানায় দায়ের করা এক হত্যা মামলার বিচার কাজ এখনও শেষ না হওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে তলব করেছেন হাইকোর্ট। ৮ মে সংশ্লিষ্ট মামলার নথিসহ তাকে সশরীরে আদালতে হাজির হয়ে- এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Advertisement

আদেশের বিষয়টি সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ নিশ্চিত করেছেন।

এ মামলার এক আসামির জামিন আবেদন শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রশিদ মিয়া বাদশা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

Advertisement

ইউসুফ মাহমুদ বলেন, ১৯৯৮ সালের ডেমরা থানায় দায়ের করা হযরত আলী হত্যা মামলার আসামি হেমায়েত ওরফে কাজল ওরফে কানন জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। আজ জামিন শুনানির সময় বিচারকাজ শেষ না হওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। দীর্ঘদিনেও মামলাটির বিচাকাজ শেষ না হওয়ায় আদালত বিচারককে তলব করেন। ৮ মে তাকে মামলার নথিসহ হাজির হতে বলা হয়েছে।

কারাবন্দি আসামি হেমায়েতের জামিন নিয়েও ওই দিন শুনানি হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

এফএইচ/জেএইচ/এমএস

Advertisement