খেলাধুলা

জিতলেও চাচার সঙ্গে হারলেও চাচার সঙ্গে

আবদুস সাদেকের বয়স ৭৪ ছুঁইছুঁই। মমিনুল হক সাঈদের ৪০। হকি ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচনে এই দুই সাধারণ সম্পাদক প্রার্থী সম্পর্কেও আত্মীয়, চাচা-ভাতিজা। সোমবার দুইজন হাতে হাত ধরেই কেন্দ্রে ঢুকেছিলেন ভোট দিতে। ভোট শেষে পাশাপাশি দাঁড়িয়ে প্রতিক্রয়া দিয়েছেন গণমাধ্যমে। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে মমিনুল হক সাঈদ বলেছেন, ‘আমি ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল। জয়ের ব্যাপারেও আশাবাদী। আমি বিজয়ী হলেও চাচাকে সাথে রাখবো, হারলেও চাচার সাথে থাকবো। সব কিছুই হবে হকির উন্নয়নের স্বার্থে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমি বিজয়ী হলে চাচার হকিতে যে বিশাল অভিজ্ঞতা তা কাজে লাগাবো। তার মেধা ও অভাজ্ঞতা হকির জন্য জরুরী।’ আবদুস সাদেক বলেছেন, ‘অনেক দিন পর হকিতে ভোটের লড়াই হচ্ছে। নির্বাচনে একদল জিতবে আরেক দল হারবে। আমি চাইবো যারা জিতবে তারা যেন সবাইকে নিয়ে হকির উন্নয়নে কাজ করেন। আমি জিতলে সবার সহযোগিতা নিয়ে কাজ করবো। হারলেও সবার সঙ্গে কাজ করবো।’

ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স চলছে হকির ভোট। এ প্রতিবেদন লেখা পযর্ন্ত ৮৪ ভোটারের মধ্য ৫৬ জন ভোট প্রদান করেছেন।

নির্বাচনে হকি ফেডারেশনের ২৮ পদের জন্য ভোটগ্রহণ চলছে।

Advertisement

আরআই/এমএমআর/এমকেএইচ