জাতীয়

বছিলার জঙ্গি আস্তানায় ভোর ৫টায় বড় বিস্ফোরণ

রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিংয়ে অভিযান শুরু করে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়েই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর ভোর পাঁচটার দিকে বড় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান।

Advertisement

সকাল সোয়া ৭টার দিকে জঙ্গি আস্তানার সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিস্ফোরণের আগে হ্যান্ডমাইকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে ভেতরে ঠিক কতজন জঙ্গি রয়েছে-তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, একাধিক জঙ্গি রয়েছে।’

মুফতি মাহমুদ খান বলেন, ‘জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা করা হচ্ছে। এজন্য রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষা করা হয়। হ্যান্ডমাইকে কথা বলার চেষ্টা করা হয়েছে। ভোর পাঁচটার দিকে বড় বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর এই মুহূর্তে ঠিক কী অবস্থা তা বলা যাচ্ছে না।’

র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট আসার পর অভিযান শুরু হবে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘টিনশেড একটি বাড়িতে জঙ্গিদের আস্তানা। পাশে মসজিদ। তবে নিরাপত্তার স্বার্থে আশপাশে অবস্থিত ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।’

Advertisement

জেইউ/এসআর/এমকেএইচ