রাজনীতি

মিথ্যা মামলা আ.লীগের প্রাত্যহিক কর্মসূচি : ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় এসে উপনীত হয়েছে।’

Advertisement

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন না মঞ্জুর যেন বর্তমান আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। আর এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে পূর্বেই হরণ করা হয়েছে।’

রোববার সন্ধ্যায় দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম রোববার এক মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

Advertisement

তিনি বলেন, ‘সরকার বিরোধী দল দমনে অতিমাত্রায় ব্যস্ত থাকার ফলে দুষ্কৃতকারীরা নারী-শিশু নির্যাতনসহ নানাবিধ অপকর্ম ও অনাচারে দেশ সয়লাব করে দিয়েছে। দেশকে বিরোধী দল শূন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।’

ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনরা গুম, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজী ও দখলবাজীকে জাতীয় সংস্কৃতির অংশ করতে সর্বপ্রকার উদ্যোগ নিয়েছে। দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, গ্যাস-বিদ্যূৎ ও বিশুদ্ধ পানির অভাবে জনজীবন দুর্বিষহ হওয়াতে সরকারের ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী চালানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখার হিড়িক। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা। সকল অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণের নিকট ক্ষমতা ছেড়ে না দিলে অবৈধ সরকারের ক্ষমতার তাসের ঘর যেকোন মুহূর্তে ভেঙে পড়বে।’

বিবৃতিতে তিনি অবিলম্বে আব্দুস সালাম এবং অধ্যাপক আমিনুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Advertisement

কেএইচ/এমএমজেড