রাজনীতি

শপথের জন্য তারেকের সিদ্ধান্তের অপেক্ষায় ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে দলের হাইকমান্ডের কাছে আগ্রহ প্রকাশ করেছেন।

Advertisement

রোববার (২৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচিত কয়েকজনকে নিয়ে দলের স্থায়ী কমিটি বৈঠক করে। ওই বৈঠকে নির্বাচিতরা এ আগ্রহের কথা জানান।  

দলীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের ব্যাপারে দলীয় হাইকমান্ডের অনুমতি চেয়েছেন। বৈঠকে স্কাইপিতে যুক্ত থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সোমবার বিকেল ৪টা পর্যন্ত সময় চেয়েছেন। তারেক রহমানের সবুজ সঙ্কেত পেলে মঙ্গলবার বেলা ১২টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনই শপথ নিতে পারেন। আবার এমনও হতে পারে মির্জা ফখরুল ইসলামকে বাদ দিয়ে বাকি চারজনের শপথের জন্য হাইকমান্ড থেকে অনুমতি মিলতে পারে।

শপথের ব্যাপারে দলের ইতিবাচক সিদ্ধান্ত হলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদের বহিষ্কার আদেশও প্রত্যাহার হতে পারে। দলের হাইকমান্ডের কাছে শপথের পক্ষের নেতাদের বক্তব্য হচ্ছে, শপথ নিলে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিমুক্ত হয়ে যাবে এমন নয়। কারণ নির্বাচনটা কী হয়েছে তা দেশ বিদেশে সবার কাছে স্পষ্ট। শপথ নিয়ে সংসদে গেলে সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের কথা তুলে ধরা যাবে।

Advertisement

শপথের বিষয়ে বৈঠকে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ কথা বলতে রাজি হননি।

তবে বৈঠক শেষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত উকিল আব্দুস সাত্তার জাগো নিউজকে বলেছেন, ‘শপথের বিষয়ে সোমবার দলের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।’

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শপথের বিষয়ে দলের সিদ্ধান্ত রয়েছে। নতুন কোনো সিদ্ধান্ত হলে মহাসচিব জানিয়ে দেবেন।’

তবে বিষয়টি নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Advertisement

কেএইচ/এএইচ