আইন-আদালত

খালেদার উপদেষ্টা সালাম কারাগারে

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন পল্টন থানার নাশকতার ছয় মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন সালাম। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় পল্টন থানার ছয় মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানীর পল্টন এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেয় বিএনপি। এ সময় নাশকতার অভিযোগে পল্টন থানায় মামলা হয়। বর্তমানে ছয় মামলারই তদন্ত চলছে।

জেএ/এএইচ