আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস যাঁর শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তিনি বিখ্যাত শিল্পগুরু এসএম সুলতান। তার ৯১তম জন্মবার্ষিকীতে উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারীতে চিত্র প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চারুপুথি যৌথ উদ্যোগে ‘তোমার চোখে শিল্পী এসএম সুলতান’ শীর্ষক আয়োজনটি শুক্রবার বিকেল ৫টায় এটির উদ্ধোধন হবে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্র প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এম.পি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী ফুল ইন্ডাস্ট্রিজ লিমিটিডের প্রধান নির্বাহি কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী এবং ভাস্কর হামিদুজ্জামান খান।এলএ/আরআইপি
Advertisement