পাঁচ বছরের শাস্তির মেয়াদ শেষে বুধবার আনুষ্ঠানিক ভাবে শাস্তির মেয়াদ শেষ হলো পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাধা নেই তার। ক্রিকেটে ফিরে আবারো ভক্তদের হৃদয়ে স্থান ফিরে পেতে সবার কাছে বিনীতভাবে ক্ষমা চেয়েছেন পাকিস্তানি এই তরুণ।এ সম্পর্কে আমির বলেন, আমি আমার সতীর্থ, সমর্থক, পরিবার ও দেশ সবাইকে আহত করেছি। ক্যারিয়ারের শুরুতে যে ভুল করেছি, এর জন্য কতো অনুশোচনার আগুনে পুড়েছি তা কখনো বলে বোঝাতে পারব না। সবার কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি।২০১০ সালে লর্ডসে টেস্টে ইচ্ছাকৃত নো-বল করে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ান মোহাম্মদ আমির। সে পাপে জড়িত ছিলেন তার দুই সতীর্থ সালমান বাট ও মোহাম্মাদ আসিফ। তবে, সালমান ও আসিফের তুলনায় পাকিস্তান জাতীয় দলে ফেরার বেশ ভাল সম্ভাবনা আছে আমিরের।২০০৯ সালে অভিষেকের পর দারুণ চমক দেখান আমির। ১৪ টেস্টে ৫১ ও ১৫ ওয়ানডেতে ২৫ উইকেট শিকার করেন তিনি।এমআর/আরআইপি
Advertisement