পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের ‘কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২’-এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। গত ৩০ মার্চ থেকে ইউনিটটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
Advertisement
ডিএসই জানিয়েছে, জার্মানি থেকে এইচএফওভিত্তিক ১১৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্টটি ম্যান ডিজেল ও টুর্বো এসই সরবরাহ করছে। কোম্পানিটির উৎপাদিত পুরো বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে বিক্রি করা হবে।
ডিএসই আরও জানিয়েছে, কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড ‘কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২’-এর ৯৯ শতাংশের মালিক। আর কনফিডেন্স সিমেন্টের ৪১ শতাংশ মালিকানা রয়েছে ‘কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২’-এর।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছরে একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ২ টাকা ১০ পয়সা।
Advertisement
আর চলতি হিসাব বছরের নয় মাসে (২০১৮ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৫ টাকা ৯ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৭১ পয়সা, যা ২০১৮ সালের জুন শেষে ছিল ৭৬ টাকা।
কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৩৯ পয়সা। আগের বছরে একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১ টাকা ৩১ পয়সা।
এমএএস/এসআর/এমবিআর/জেআইএম
Advertisement