খেলাধুলা

অধিনায়ক মেসির অনন্য কীর্তি

শনিবার রাতে লিওনেল মেসির গোলে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। গত ১১ মৌসুমে এটি তাদের অষ্টম শিরোপা এবং সবমিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬তম শিরোপা।

Advertisement

বার্সেলোনাকে শিরোপা জেতানোর দিনে অনন্য এক কীর্তি গড়েছেন দলের অধিনায়ক মেসিও। প্রথমবারের মতো চলতি মৌসুমেই দলের অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। আর প্রথমবারেই করেছেন বাজিমাত।

তবে শুধু এটিই নয়, চলতি শতাব্দীর প্রথম ফুটবলার হিসেবে মেসি গড়েছেন ১০টি লা লিগা শিরোপা জেতার রেকর্ড। এছাড়া বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ লিগ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন মেসি।

এতোদিন ধরে সমান ৯টি করে লিগ শিরোপা জেতার কৃতিত্ব ছিলো বার্সেলোনার সাবেক তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও লিওনেল মেসির। ইনিয়েস্তা ক্লাব ছেড়ে জাপানের ফুটবলে নাম লেখানোর পর দশম শিরোপা জিতে একাই শীর্ষে উঠলেন মেসি।

Advertisement

তবে অলটাইম রেকর্ড ভাঙতে এখনো ৩টি শিরোপা জিততে হবে মেসিকে। কারণ লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ১২টি শিরোপা স্বাদ পেয়েছেন ১৯৫০ ও ১৯৬০ এর দশকে রিয়াল মাদ্রিদে খেলা উইঙ্গার পাকো গেন্তো। এছাড়া ১০ বার শিরোপাটির স্বাদ পেয়েছেন ‘পিররি’ নামে পরিচিত রিয়ালের সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

এসএএস/জেআইএম