শ্রীলঙ্কায় দুই ইসালমি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ওই দুই সংগঠনকে নিষিদ্ধ করেছেন।
Advertisement
নিষিদ্ধ সংগঠন দুটি হলো ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) ও জামাত-ই-মিল্লাতু ইব্রাহিম (জেএমআই)।
এই দুই সংগঠেনর সঙ্গে আইএসের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছে শ্রীলঙ্কার পুলিশ। গত ২১ এপ্রিল ভয়াবহ সিরিজ বোমা হামলার পেছনে ন্যাশনাল তৌহিদ জামাতকেই দায়ী করছে শ্রীলঙ্কা সরকার। যদিও আইএস ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুই সংগঠনের কার্যকলাপ নিষিদ্ধ করা হলো। পাশাপাশি তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকেও খুঁজে বের করা হবে।
Advertisement
গত রোববার ইস্টার সানডের সকালে কলম্বোর তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল এবং আরও দুই স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত এবং আরও কমপক্ষে ৫শ জন আহত হন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত প্রায় ১৩০ জন দেশে সক্রিয় রয়েছে বলে ধারণা করছে শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থা।
ইস্টার সান ডের সিরিজ বোমা হামলার পেছনে ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এরা সবাই ন্যাশনাল তৌহিদ জামাতের সদস্য।
টিটিএন/জেআইএম
Advertisement