বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ঘোষিত ৪৫ সদস্যের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সুজন হালদার এবং সাধারণ সম্পাদক সীমা শারমিন।
Advertisement
বাংলাদেশ টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নানাবিধ সুযোগ-সুবিধা, অধিকার আদায় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। ২৩ এপ্রিল সর্বসম্মতিক্রমে সুজন হালদারকে কমিটির সভাপতির দায়িত্ব দিয়েছিলেন সাধারণ সদস্যরা। ওই দিন পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বও দেয়া হয় সভাপতি সুজন হালদারকে।
সুজন হালদার শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) ২০১৯-২০ মেয়াদের জন্য প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।
নবনির্বাচিত সভাপতি সুজন হালদার এবং সাধারণ সম্পাদক সীমা শারমিন দু’জনই দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করছেন। ২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো।
Advertisement
আরআই/জেএইচ