জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৩ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন: ‘মরমী কবি’ কাকে বলা হয়?   উত্তর : হাসন রাজা।২. প্রশ্ন: ইন্দ্রিয়কে জয় করেন যিনি-উত্তর : জিতেন্দ্রিয়।৩. প্রশ্ন: কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব পান? উত্তর :  আব্দুস সাত্তার।৪. প্রশ্ন: বাংলা সনেটের প্রবর্তক কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।৫. প্রশ্ন: বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?উত্তর : দিগদর্শন।৬. প্রশ্ন: পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য ? উত্তর : ৪। ৭. প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬,৮,১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?উত্তর : ৫। ৮. প্রশ্ন: ‘Paradise Lost’ Attempted to-উত্তর : Justify the ways of God to man.৯. প্রশ্ন : What is the antonym of hybrid?উত্তর : Purebred. ১০. প্রশ্ন : বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন কে?  উত্তর : ড. কামাল হোসেন। ১১. প্রশ্ন : হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কার হয় কত সালে?উত্তর : ১৯৮৬ সালে। ১২. প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?উত্তর : শেখ মুজিবুর রহমান।১৩. প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-উপাচার্য কে ছিলেন?উত্তর :  অধ্যাপক ড. মফিজ উল্লাহ কবীর। ১৪ প্রশ্ন : পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত? উত্তর: বাহরাইন দ্বীপ।   ১৫. প্রশ্ন :  ‘গ্রে উলফ’ নামে পরিচিত কে?উত্তর : কামাল আতাতুর্ক। ১৬. প্রশ্ন:  মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী কে?উত্তর : বেনজির ভুট্টো, পাকিস্তান।  ১৭. প্রশ্ন:  ইরান ২য় বিশ্বযুদ্ধে কোন দেশকে সমর্থন করে? উত্তর : জার্মানিকে। ১৮. প্রশ্ন: কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?  উত্তর : আনোয়ার সাদাত। ১৯. প্রশ্ন: আপেল ও টমেটোতে কী উপাদান আছে?উত্তর : ম্যালিক অ্যাসিড।২০. প্রশ্ন: ECNEC এর পূর্ণরূপ কী?    উত্তর :  Executive Committee of National Economic Council.এসইউ/এআরএস/আরআইপি

Advertisement