যে নামেই হোক, জামায়াতে ইসলামীর রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ।
Advertisement
শনিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, যে নামেই হোক, তারা খোলস পাল্টিয়ে অন্য কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায় এটাও আমি মনে করি তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।
তিনি আরও বলেন, দু’টি বিষয় খুব পরিষ্কার তাদের সামনে। একাত্তর সালে জামায়াতে ইসলামী তাদের অপকর্মের জন্য আজ পর্যন্ত তারা দলীয়ভাবে দায় স্বীকার করেনি, ক্ষমা প্রার্থনাও করে নাই।
Advertisement
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে নতুন রাজনৈতিক সংগঠনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
এইউএ/আরএস/জেআইএম