এক্সিলেন্স বাংলাদেশের একটি উদ্যোগ ‘নিজের পড়াশোনার সেক্টরকে জানো’। তারই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল রাজধানীর আইডিবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘আখতার গ্রুপ প্রেজেন্টস ক্যারিয়ার ইন মার্কেটিং’।
Advertisement
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আখতার গ্রুপের এজিএম (ব্রান্ড অ্যান্ড মার্কেটিং) আশরাফুল ইনসান ইভান। এ সময় উপস্থিত ছিলেন এক্সিলেন্স বাংলাদেশের মেন্টর হাসান আকন্দ, শোকেইস ম্যাগাজিনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সৈয়দ ইয়াসির আলম, এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজির আবরার।
অনুষ্ঠানের বিভিন্ন সেশনে ৪র্থ শিল্প বিপ্লব, ভবিষ্যতের ব্রান্ড-মার্কেটিং, সেলস-মার্কেটিংয়ের সফলতার বিভিন্ন পরামর্শ এবং আগামীর জবমার্কেটের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় বিষয় উঠে আসে।
আরও পড়ুন > প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
Advertisement
দিনব্যাপী এ অনুষ্ঠানে আলোচনা করেন দি ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদীন হাসান, সিম্ফনির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর এমএ হানিফ, রবি আজিয়াটা লিমিটেডের এন্টারপ্রাইজ ইউনিটের জিএম মনিরুল ইসলাম, ড্যানিশ ফুড লিমিটেডের জিএম (ব্রান্ড) মুশাররফ হোসাইন, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজের সিনিয়র ম্যানেজার (ব্রান্ড) এবং ক্যাটাগরি হেড সাজ্জাদ হোসাইন রনি, নগদের হেড অব ব্রান্ড মার্কেটিং মনসুরুল আজিজ, টিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তৌফিকুর রহমান, অ্যাসিস্ট ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের সিইও কায়সার হামিদ, ই-ক্যাবের ব্রান্ড অ্যান্ড মার্কেটিং বিষয়ক স্টান্ডিং কমিটির সভাপতি সাঈদ রহমান, লিডসাসের সিইও সাদিক আল সরকার, সেলস অ্যাম্বাসেডর বাংলাদেশের কো-ফাউন্ডার আকবর হোসাইন খান।
এসইউ/জেআইএম