রাজনীতি

গুলিবিদ্ধ ছাত্রলীগকর্মী রাজীব মারা গেছেন

টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে মারা গেলেন ছাত্রলীগ কর্মী রাজিবুল ইসলাম ওরফে রাজীব (১৭)। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইসিইউ এর ইনচার্জ ডা. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাজীব নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় মজিবর রহমানের ছেলে। সে তেবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।  ডা. গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, ২৯ আগস্ট রাজীব ভর্তির সময় থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল।  জ্ঞান না থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নাটোরের তেবাড়িয়ায় যুবলীগের মিছিলে বিএনপিকর্মীরা গুলিবর্ষণ করে। এসময় ছাত্রলীগকর্মী রাজীব ও যুবলীগ নেতা নাজমুল গুলিবিদ্ধ হন। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাজীবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে, ঘটনার পর শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবদল সভাপতিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে আটক করে। এছাড়া নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারসহ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়।শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি

Advertisement