খেলাধুলা

অস্ট্রেলিয়ার সামনে আজ প্রাণবন্ত বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ক্রিকেটে চেনা প্রতিপক্ষ হলেও ফুটবলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম লড়বে বাংলাদেশ। তাও আবার পার্থে। বিকাল ৫টায় ম্যাচ শুরু হবে। স্বপ্নের দেশে স্বপ্নের ম্যাচ খেলতে আজ মামুনুলরা মাঠে নামছেন।ক্রিকেটে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন। হকিতেও বিশ্ব জয় করেছে। ফুটবলে কিন্তু এতোটা শক্তিশালী অবস্থানে নয় দেশটি। কিন্তু বাংলাদেশের সঙ্গে শক্তির বিচার করলে অস্ট্রেলিয়াকে পরাশক্তি বললেও ভুল হবে না। বিশ্বকাপ চূড়ান্তপর্বে খেলা বাংলাদেশ যেখানে স্বপ্নেও ভাবতে পারে না।সেখানে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ অনেকটা নিয়মিতই হয়ে গেছে। তাছাড়া এশিয়ান ফুটবলেও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। আগেরবার ছিল রানার্সআপ। এশিয়ান আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে এ ট্রফি ঘরে তুলেছে।দুর্বল প্রতিপক্ষ হলেও অস্ট্রেলিয়া আজ নানা সমস্যা নিয়েই মাঠে নামছে। ইনজুরির কারণে অধিনায়ক ছাড়াও দলের তিনজন নির্ভরযোগ্য তারকা খেলতে পারছেন না। বকেয়া বেতন নিয়ে খেলোয়াড়রা ক্ষুব্ধ। কিন্তু এ সুযোগ কি কাজে লাগাতে পারবে বাংলাদেশ।এ ব্যাপারে অধিনায়ক মামুনুল বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা সত্যিই ভাগ্যের। এমন দলের সঙ্গে খেলা মানে অনেক কিছু শেখার রয়েছে। আমরা এ অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো।ফলাফল সম্পর্কে বলেন, দেখেন এ ম্যাচে আমাদের হারানোর কিছুই নেই। টেনশনমুক্ত হয়েই খেলতে পারবো। চেষ্টা থাকবে দেশবাসীকে ভালো কিছু উপহার দেয়ার। ভালো মানে আপনারা কি জেতার আশা করছেন? সে কথা বলবো না, প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাই।কোচ ক্রুইফ বলেছেন, অস্ট্রেলিয়া বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী দল। তাদেরকে হারাব একথা কোনোভাবেই বলবো না। পরাজয় যেন লজ্জাকর না হয় সে লক্ষ্যেই মাঠে নামবো। এ জন্য আমি রক্ষণভাগকে সেভাবেই প্রস্তুত করেছি। আমার বিশ্বাস ফলাফল যাই হোক না কেন বাংলাদেশ গোলের বন্যায় ভাসবে না।রক্ষণাত্মক মানে কি দল কোনো আক্রমণ যাবে না? ক্রুইফ বলেন, অবশ্যই যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অক্রমণ করে ফায়দা লুটা যাবে না।দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, শীত একটু বেশি হলেও আমার বিশ্বাস ছেলেরা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করতে পারবে। নিজেদের দেশ হলেও অস্ট্রেলিয়া জাতীয় দল পার্থে ১০ বছর পর ফুটবল খেলতে নামছে।অপর দিকে অস্ট্রেলিয়ার কোচ আঙ্গে পোস্তেকগলু বলেছেন, বাংলাদেশকে আমরা গুরুত্ব দিয়ে মাঠে নামবো। বিশেষ করে তাদের সম্পর্কে আমাদের ধারণা নেই। তাই শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে হবে।অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রীতি ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মামুনুলদের।এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তান, তাজিকিস্তান, অস্ট্রেলিয়া ও জর্ডান। গ্রুপ পর্বের খেলা শুরু হয়েছে গত জুনে। গত ১১ ও ১৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি হোম ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে প্রথমটিতে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।বিএ

Advertisement