দেশজুড়ে

চাঁদপুর-লাকসাম রেলপথে শতাধিক ড্রেজার পাইপ উচ্ছেদ

চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের নিচ দিয়ে অবৈধভাবে ড্রেজারের পাইপ স্থাপন করে একটি চক্র দীর্ঘদিন যাবৎ বালুর ব্যবসা করে আসছিল। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল রেল চলাচল। অবশেষে রেলওয়ে মন্ত্রণালয় ও চট্টগ্রাম বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুর-লাকসাম রেলপথের ১৫টি স্থানের শতাধিক অবৈধ ড্রেজার পাইপ উচ্ছেদ করে ধ্বংস করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।বুধবার সন্ধ্যা পর্যন্ত গত দু’দিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন কুমিল­া রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, লাকসামের দায়িত্বরত এসএমই পথ লিয়াকত আলী মজুমদার, লাকসাম রেলওয়ের নিরাপত্তা ইনচার্জ আমিনুল হক, চাঁদপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ ওসমান গনি পাঠানসহ সঙ্গীয় ফোর্স।উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, চাঁদপুর-লাকসামের রেলপথের ১৫টি স্থানে রেলপথ সুরঙ্গ করে অবৈধভাবে ড্রেজার পাইপ স্থাপন করে বালির ব্যবসা চলছিল। এতে করে ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয় এবং যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছিল।এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার কামরুল আহসান ও ডি এন আবেদুর রহমানের নির্দেশে বুধবার ও মঙ্গলবার দু’দিন অভিযান চালিয়ে এ পথে অবৈধভাবে স্থাপনকৃত ১৫টি স্থানের শতাধিক ড্রেজার পাইপ উচ্ছেদ করা হয় এবং তাৎক্ষণিক পাইপগুলো ধ্বংস করে দেয়া হয়।অভিযানের সময় রেলপথের পাশে ৫৪ কিমি এলাকার মধ্যে অবৈধভাবে নির্মিত প্রায় শতাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় বলে কর্তৃপক্ষ জানান।বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ দু’টি স্থানে মিশন রোড ও বিশ্বরোড রেলক্রসিং সংলগ্ন ঘুণ্টিঘরের পাশে স্থাপনকৃত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।ইকরাম চৌধুরী/বিএ

Advertisement