দেশজুড়ে

বেনাপোলে বিজিবির সঙ্গে চোরাকারবারীদের সংঘর্ষে আহত ৮

যশোরের বেনাপোল সীমান্তের রেলস্টেশন এলাকায় বিজিবি সদস্যদের কাছ থেকে চোরাচালানী পণ্য ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ আট গ্রামবাসী আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার পর আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি। রেলস্টেশন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার সন্ধ্যায় বেনাপোল রেলস্টেশন এলাকার ভবারবেড় গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানান, বুধবার বিকেলে বেনাপোলের ভবারবেড় গ্রামে চোরাচালান পণ্য আটকের জন্য বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে। এ নিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে চোরাচালানীদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় চোরাচালানীদের ছোড়া ইটের খোয়ায় বিজিবির হাবিলদার নাইমুর রহমান গুরুতর জখম হন।পরে খবর পেয়ে আরো বিজিবি সদস্যরা দল বেধে এসে চোরাচালানীদের না পেয়ে সাধারণ গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে ৭/৮ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ওই গ্রামের আব্দুর রউফ, তুষার ও বাবু।ভবারবেড় গ্রামের পৌর কমিশনার জোছনা বেগম জানান, চোরাচালানীদের আটক করতে ব্যর্থ হয়ে বিজিবি সদস্যরা নিরীহ গ্রামবাসীর উপর আক্রমণ করেছে। এটা তারা আশা করেন না।এ ব্যাপারে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, চোরাচালানীরা তাদের সৈনিকদের উপর হামলা চালিয়ে আহত করেছে। এখন চোরাচালান প্রতিহত ও তাদের সৈনিক আহতের ঘটনায় যা যা করার দরকার তা করবেন বলে জানান তিনি।এদিকে বিজিবি-চোরাচালানী সংঘর্ষের ঘটনায় বেনাপোল রেলস্টেশন ও ভবারবেড় গ্রামজুড়ে বিকেল থেকে প্রায় দুই শতাধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে গ্রামের অনেক পুরুষ ইতোমধ্যে আটকের ভয়ে ঘর ছেড়ে পালিয়েছে।জামাল হোসেন/বিএ

Advertisement