জীবনবাজি রেখে ১২ তলা বিল্ডিংয়ের ৮ তলার কার্নিশে আটকে থাকা একটি বিড়াল উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড’র সদস্যরা। বুধবার (২৪ এপ্রিল) প্রায় দেড় ঘণ্টা দুঃসাহসিক অভিযান চালিয়ে বিড়ালটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
Advertisement
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল খান বলেন, কল্যাণপুর থেকে রাত ৯টা দিকে আমাদের কাছে ফোন আসে। ফোন পেয়ে আমাদের ১২ জনের একটি দল সেখানে পৌঁছে যাই। পৌঁছে দেখি ৮ তলার কার্নিশে বিড়ালটি আটকে আছে।
রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে বিড়ালটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় বলে জানান তিনি।
তিনি বলেন, ওই বাসায় আরও একটি বিড়াল ছিল। তবে দুটি বিড়াল মারামারি করতে গিয়ে একটি পড়ে গিয়ে মারা গেছে। এই বিড়ালটিও তিনদিন ধরে আটকে ছিল। ১২ তলা বিল্ডিংয়ের ৮ তলার কার্নিশে বিড়ালটি এমনভাবে আটকে ছিল যেখানে সাধারণ মানুষের যাওয়া সম্ভব ছিল না।
Advertisement
আরএস/আরআইপি